পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| @ 8 শাস্তিনিকেতন } মীরু * তোর জন্যে আমার মন দুশ্চিন্তায় পীড়িত হয়ে আছে। রোজ ভাবি একখান চিঠি আসবে, কোথায় আছিস কেমন আছিস জানতে পাপ । বৌমাদের জিজ্ঞাস করেও কোনো সন্ধান পাইনে । তোরা নিজের ইচেছমত থাকিস আমি সাধারণত কখনো জিজ্ঞাসা করিনে। যদি জানতুম একটা কোনো ব্যবস্থার মধ্যে স্থির হয়েছিস্ তাহলে আমার চুপ করে থাকত। সংসারে স্নেহ করলেও সুখী করবার ক্ষমতা কারে নেই। দুঃখ ভোগ সকলেরই ভাগ্যে আছে । মনকে সেই দুঃখের উপর নিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই। আপনার মধ্যে যে মানুষটা দুঃখ পায় তাকে দূরে বাইরে সরিয়ে রাখার অভ্যাস করতে হয়। কেন না সে তে চায়, আজ আছে কাল নেই— তার সুখ দুঃখের বোঝা নিয়ে ফেনার মত কালের স্রোতে ভেসে যায়, কিছুদিনের পরে তার চিহ্নও দেখা যায় না। নিজের গভীর অস্তরে ধ্রুব শান্তির জায়গা আছে সেইখানে আমাদের সত্ত আছে যা চিরকালের, যা সংসারের জন্ম মৃত্যু, মিলন বিচ্ছেদ,