পাতা:খগোলবিবরণ (নবীনচন্দ্র দত্ত).pdf/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পথিবীর আকার । १¢ fদক গোলাকার দেখায় ; পৃথিবীর গোলত্বই এৰূপ গোলাকার দেখাইবার কারণ। কোন বর্তুলাকার ব কে যত্রে স্থ। কাটিয়ু দ্বিখণ্ড করিলে উভয় খণ্ডেরই ছেদমুখ গোলাকার হয় । বৰ্ত্তল ভিন্ন অন্য কোন অণকারের বস্তুকে যত্রেচ্ছ। কাটিলে সে ৰূপ গোলাকার খণ্ড পাওয়৷ যায় মা ! ভূতলের যেখানে আমাদের দৃষ্টি বোধ হয়, সেই খানেই যে পৃথিবীর শেষ এমন কেহই মনে করেন না, পৃথিবী তাহার অপর দিকে অসীমবং বিস্তীর্ণ রহিয়াচে, কিন্তু দিব লয় রেখা সেই দিককে আমাদের দৃষ্টিপথের अक्लेि ੱਚ কfরয়। সুখিয়াছে । ফল তঃ দিগল লয় রেখা দ্বারা পৃথিবী দুই খণ্ডে বিভক্ত বলিয়া অনুভূত হয় ; আর যে খণ্ড আমাদের দৃষ্টিগোচর হয়, তাছার ছেদ মুখকে গোলাকার দেখায় । সুতরাং ভূমণ্ডল অবশ্যই গোলাকার कशेल ! পৃথিবীর গোল তার অন্যতম প্রমাণ এই, যখন কোন প্রণালী দ্বারা এক স্থান হইতে স্থান স্তরে জল লইয়। যাইবার অবশ্যক হয় ; তখন ঐ প্রণালীকে সমতল করিয়া; খনন করিলে কিয়দর যাইয়া জলের গতি রোধ হয় । জলের গভীরতা সমান রাখিতে হইলে এক মাইলে ৮ ইঞ্চি ঢাল রাখিতে হুইবে, मूझे মাইলে ৩২ ইঞ্চি. তিনমাইলে ও ২ ইঞ্চি, ইত্যাদি । এই ৰূপে প্রণালীকে যত অধিক দূর বিস্তুত করিতে হয়, ততই তাহার ঢাল দূরত্বের বর্গানুসারে বৃদ্ধি কfরতে হইলে । অর্থাৎ প্রণালীকে যত মাইল দীন খনন করিতে হইবে, তাছাকে তত গুণ কfaয়; ৮ fদয়। পূরণ করিলে যে গুণফল প্রাপ্ত হওয়া যায়, ঐ প্রণালীর Fাল তত ইঞ্চি করিতে হয় । যদি পৃথিবী গোল ন হইয়: