পাতা:পথ ও পথের প্রান্তে - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>3V পত্রধারা হয়তো তাতে মৃত্যুর উপক্রমণিকার একটা অভিজ্ঞতা লাভ করব—হয়তো তারো একটা কোনো রকমের সার্থকতা আছে —আগাম কল্পনায় যে শূন্যতার আশঙ্কা করি সেটা হয়তে মিথ্যা। কিন্তু যেটা মনে করতে সকলের চেয়ে খারাপ লাগে সে হচ্ছে দেহযাত্রায় পরের উপর নির্ভরতা ;–আশা করি এঞ্জিন একেবারে বিগড়বার পূর্বেই শেষ টৰ্মিনাসে এসে থামব ; অসমাপ্ত পথের মাঝখানে ঠেলাগাড়ির জন্তে কুলি ডাকতে হবে না । খুবই গরম। কিন্তু গরম নিয়ে নালিশ করতুম না যদি আমার চোখের দুর্বলতার জন্যে ঘর অন্ধকার করে থাকতে না হোত । জীবনে গ্রীষ্মের মধ্যাহ্নকে এই প্রথম দরজার বাইরে খেদিয়ে রেখেছি । ইতি ৩১।৩৩৮