পাতা:উনবিংশ পুরাণ.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

发》 সহধৰ্ম্মিনীর এমনি মুখ চাপিয়া রাখিয়াছে যে র্তাঙ্কার একটী কথা কহিবারও যে নাই । জঙ্গ আপন চতুদিগবৰ্ত্তিনী অস্থিচৰ্ম্মবশিষ্ট অবলাগণকে রোদনোমুখী দেখিলেই সক্রোধ দৃষ্টি সহকারে তাহাদিগের ক্ৰন্দনবারি নিবারণ করির দিতেছে । জর্জের এরূপ প্রতাপ যে স্ত্রীগণ বস্ত্ৰালঙ্কার ভোজ্য শুন্য হইয়াও তাহার গুণগান না করিলে সে বিরক্ত হয় । মহারাজ ! দেখুন—দেখুন— এই মাত্র সে ঐ কৃষ্ণবর্ণ হাবিসানামী বালিকাটীর বৈধব্য সাধন করিল—এখনও তাহার শেল বহিয়া কবোঞ্চ রুধিরধারা পতিত হইতে ছে—কিন্তু হাবিদাকেও তাহাকে অণশীৰ্ব্বাদ করিতে হইতেছে —মহারাজ ! এরূপ নৃশংসত। আর দেখিতে পারা যায় না । অদ্য এই স্থলেই বিশ্রাম হউক ।