পাতা:প্রায়শ্চিত্ত ১৯২০ - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রায়শ্চিত্ত ویا e (د ধনঞ্জয়। কোথায় যাব সে কথা আমার মনেই থাকে না। ওই রাস্তাই তো আমাকে মজিয়েছে। এই মাটি দেখলে আমাকে মাটি করে দেয় । গান সারিগানের সুর গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে! ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে! ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে পায়ে পায়ে ধরে— ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে! *3 কোন বঁাকে কী ধন দেখাবে, কোন খানে কী দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে— ভেবেই না কুলায় রে! উন্নয়াদিত্য। ঠাকুর, তুমি কি ভাবছ বিভা আমার পথের সজিনী ? ওকে আমি ওর শ্বশুরবাড়ি পৌছে দিতে যাচ্ছি। ধনঞ্জয় । বেশ, বেশ, হরি যেখানে নিয়ে যান সেইখানেই ভালো । দেখি, তিনি কোনখানে পৌছিয়ে দেন– আমিও সঙ্গে আছি – কোনো ভয় নেই দিদি, কোনো ভয় নেই।