পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ। × ა$ পরে (অশ্বথরূপিণং দেবং শঙ্খচক্ৰগদাধরম্। নগামি পুওরীকাক্ষং বৃক্ষরূপধরং হরিম্)। এই মন্ত্র পাঠে বিষ্ণুপ্ৰণাম করিবে (৩৪)তৃতীয় দিনে ব্রহ্মসরোবরে স্নান করিয়া শ্রাদ্ধ করিবে ঐ স্নানকালে (শ্রাদ্ধায় পিণ্ডদানায় তপর্ণায়াত্ম শুদ্ধয়ে। স্নানং করোমি তীর্থেইস্মিন ঋণত্রয়বিমুক্তয়ে) এই মন্ত্র পাঠ করিবে (৩৫) ব্রহ্ম যজ্ঞ করিয়া যে স্থানে যুপ উৎখাত করিয়াছিলেন ঐ স্থানকে ব্ৰহ্মৰূপ বলে ঐ ব্রহ্মযুপ ও ব্রহ্মকুপের মধ্যে ভূমিতলে পিণ্ডদান করিবে ব্রহ্মসরোবর শ্রাদ্ধে পিতৃগণ ব্ৰহ্মপুরগামী হএন (৩৬) গোপ্রচার তীর্থসমীপে ব্ৰহ্মার আরোপিত আত্ম বৃক্ষ আছে তাহার সেচন করিলে পিতৃলোক মুক্তি প্রাপ্ত হএন (৩৭) ঐ সেচন কালে (আত্মং ব্রহ্ম সরোভূতং সৰ্ব্বদেবময়ং তরুম্। বিষ্ণুরূপং প্রসিঞ্চামি পিতৃণাং মুক্তিহেতবে ) এই মন্ত্র পাঠ করিবে (৩৮) আত্মমূলে জলসেচনে পিতৃলোকের তৃপ্তি ও আত্রের সেচন এই এক ক্রিয়ায় ( এক অনুষ্ঠানে ) উভয় সিদ্ধি হয় অতএব আত্রের মূলে জলদাতা মনুষ্যকে পণ্ডিতগণ উপেক্ষ উপহাস করিবেন না (৩৯) ঐ ব্রহ্মযুপকে প্রদক্ষিণ করিলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় | তথায় ব্রহ্ম প্ৰণামে পিতৃগণের ব্রহ্মপুর প্রাপ্তি হয় (৪০)