পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ャみ ৫ জানুয়ারি ১৯২৭ শ্রদ্ধাস্পদেষু সম্ভবত আগামী কাল বৃহস্পতিবারে মধ্যাহ্নের গাড়িতে কলকাতায় যাত্রা করব – তুই তিন দিনের জন্যে সেখানে থাকবার কথা । ইতিমধ্যে আপনি যদি আশ্রমের অভিমুখে ন: আসেন তাহলে সেখানেই দেখা হবে । ইতি বুধবার আপনার ঐরবীন্দ্রনাথ ঠাকুর > : खt*५६1fद्र > *२ १ শ্রদ্ধাস্পদেষু আমার যে কখানি চিঠি ছাপা হয়েচে তাতে এমন কিছুই নেই যা আছাপ্য । যাতে কাউকে আঘাত করতে পারে এমন জিনিষ বর্জন করলেই আর কিছুতে ক্ষতি হবে না। ব্যক্তিগত আলোচনা চিঠি থেকে সম্পূর্ণ বাদ দিলে চিঠিত্ব চলে যায়— সেই সহজ ভাবটি রাখবার জন্তে অন্ত হিসাবে অনাবশ্যক হলেও কিছু কিছু ঘরের কথার আমেজ থাকা ভালো । আমি রবিবার প্রাতে অত্যন্ত পীড়িত ক্লান্ত হয়ে উদ্ধশ্বাসে 2 * Տ ՀքՊ