পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন-ফুল । প্রথম সর্গ চাই না জ্ঞেয়ান, চাই না জানিতে সংসার, মানুষ কাহারে বলে । বনের কুহুম ফুটিতাম বনে শুকায়ে যেতাম বনের কোলে ! দীপনির্বাণ নিশার মাধার রাশি করিয়া নিরাস রজতস্থষমাময় প্রদীপ্ত তুষারচর হিমাত্রি-শিখর-দেশে পাইছে প্রকাশ অসংখ্য শিখরমালা বিশাল মহান ; ঝঝরে নিঝরি ছুটে, শৃঙ্গ হ’তে শৃঙ্গ উঠে দিগন্তসীমায় গিয়া যেন অবসান ! শিরোপরি চন্দ্র স্থৰ্য্য, পদে লুটে পৃথ্বীরাজ্য মস্তকে স্বর্গের ভার করিছে বহন ; তুষারে আবরি শির ছেলেখেলা পৃথিবীর ভুরুক্ষেপে যেন সব করিছে লোকন । কত নদী কত নদ কত নিঝরিণী হ্রদ পদতলে পড়ি তার করে আস্ফালন ! মাছুষ বিস্ময়ে ভয়ে দেখে রয় স্তন্ধ হয়ে, चबांकृ एहेब्रा बांङ्ग जैौयांवरू बन !