পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী কথা মানা যেতে পারে। তারা সবাই মিলেই সমষ্টির স্বাভাবিকতা রক্ষা করে। কেবল যাদের মধ্যে পরিণতি ঘটে নি তারা কোনো-এক সময়ে দেখা দিয়েছিল বলেই যে ইতিহাসের খাতিরে তাদের অধিকার স্বীকার করতে হবে এ কথা শ্রদ্ধেয় নয় ; সেগুলোকে চোখের আড়াল করে রাখতে পারলেই সমস্তগুলোর সম্মান থাকে ৷” উপরের উদ্ধৃতির মধ্যেই এই-সকল অপরিণত, অপরিপক্ক রচনার জন্য পাঠকসমাজের কাছে কবির কৈফিয়ৎ আছে । অচলিত ভাগের বিবিধ খণ্ডগুলির জন্য এই কৈফিয়ৎ বিশেষ ভাবেই প্রযোজ্য । বর্তমান খণ্ডে ‘কবি-কাহিনী’, ‘বন ফুল’, ‘ভগ্নহৃদয়’, ‘রুদ্রচণ্ড’, ‘কালমৃগয়া’, ‘বিবিধ প্রসঙ্গ', 'নলিনী’ ও ‘শৈশবসঙ্গীত’ মুদ্রিত হইল। প্রত্যেকটিই পুস্তকাকারে প্রকাশিত হইয়াছিল। এই খণ্ডের পরিশিষ্টে ‘বাল্মীকি-প্রতিভা’র প্রথম সংস্করণও সম্পূর্ণ মুদ্রিত হইল ; এই পুস্তকের বর্তমান সংস্করণ মূল রচনাবলীর প্রথম খণ্ডে মুদ্রিত হইয়াছে । প্রসঙ্গত পাঠভেদ সম্বন্ধে এখানে দুই-চারিটি কথা বলা আবশ্যক । আমরা ‘ভারতী’ ও অন্যান্ত পত্রিকার সহিত মিলাইয়া এই পুস্তকের স্থানে স্থানে স্পষ্ট মুদ্রাকর-প্রমাদ সংশোধন করিয়াছি। তন্মধ্যে একটি পরিবর্তন উল্লেখযোগ্য । পৃ. ১০৯, পঙক্তি ১৬— পুস্তকে ‘উল্লাসে হৃদয় আর উঠে না নাচিয়া ? অাছে। আমরা ‘জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব’ পত্রে মুদ্রিত পাঠ ‘উল্লাসে শোণিত রাশি উঠে না নাচিয়া ’ গ্রহণ করিয়াছি ।