পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8는 রবীন্দ্র-রচনাবলী বল তার – হিমগিরি, দেখিছ কি তাহা ? সামান্ত নিজের স্বার্থ করিতে সাধন কত দেশ করিতেছে শ্মশান অরণ্য, কোটি কোটি মানবের শাস্তি স্বাধীনতা রক্তময়পদাঘাতে দিতেছে ভাঙ্গিয়া, তবুও মাহুষ বলি গৰ্ব্ব করে তারা, তবু তারা সভ্য বলি করে অহঙ্কার ! কত রক্তমাখা ছুরি হাসিছে হরষে, কত জিহবা হৃদয়েরে হি ভুছে বিধিছে ! বিষাদের অশ্রীপূর্ণ নয়ন হে গিরি অভিশাপ দেয় সদা পরের হরষে, উপেক্ষা ঘৃণায় মাখা কুঞ্চিত অধর পরঅশ্রুজলে ঢালে হাসিমাথা বিষ । পৃথিবী জানে না গিরি হেরিয়া পরের জালা, হেরিয়া পরের মৰ্ম্মসুখের উচ্ছ্বাস, পরের নয়ন জলে মিশাতে নয়ন জল – পরের দুথের শ্বাসে মিশাতে নিশ্বাস ! প্রেম ? প্রেম কোথা হেথ এ অশাস্তিধামে ? প্রণয়ের ছদ্মবেশ পরিয়া যেথায় বিচরে ইন্দ্রিয়সেবা, প্রেম সেথা আছে ? প্রেমে পাপ বলে যারা, প্রেম তার চিনে ? মানুষে মাচুষে যেথা আকাশ পাতাল, হৃদয়ে হৃদয়ে যেথা আত্ম-অভিমান, যে ধরায় মন দিয়। ভাল বাসে যার উপেক্ষা লিদ্ধেয ঘুণ। মিথ্যা অপবাদে তারাই অধিক সহে বিষাদ যন্ত্রণা, সেথা যদি প্রেম থাকে তবে কোথা নাই – তবে প্রেম কলুষিত নরকে ও আছে! কেহ বা রতনময় কনক ভবনে ঘূমায়ে রয়েছে সুখে বিলাসের কোলে,