পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন-ফুল ক্ষণেকের পরে লভিয়া চেতন, বিজয়-প্রাসাদে করিল গমন, স্বারে ভর দিয়া চিন্তায় মগন দাড়ায়ে রহিল কেন কে জানে ? বিজয় নীরবে ঘুমায় শয্যায়, ঝুরু ঝুরু ঝুরু বহিতেছে বায়, নক্ষত্রনিচয় খোলা জানালায় উকি মারিতেছে মুখের পানে ! খুলিয়া মেলিয়া অসংখ্য নয়ন উকি মারিতেছে যেন রে গগন, জাগিয়া ভাবিয়া দেখিলে তখন অবশ্য বিজয় উঠিত কঁাপি । ভয়ে, ভয়ে ধীরে মুদিত নয়ন পৃথিবীর শিশু ক্ষুদ্র-প্রাণমন— অনিমেষ মাখি এড়াতে তখন অবশু দুয়ার ধরিত চাপি । ধীরে, ধীরে, ধীরে খুলিল দুয়ার, পদাঙ্গুলি পরে সঁপি দেহুভার কেও বামা ভরে প্রবেশিছে ঘরে ধীরে ধীরে শ্বাস ফেলিয়া তয়ে ! একদৃষ্টে চাহি বিজয়ের মুখে রহিল দাড়ায়ে শষ্যার সমুখে, নেত্রে বহে ধারা মরমের ছুখে, ছবিটির মত অবাক হয়ে ! ভিন্ন ওষ্ঠ হতে বহিছে নিশ্বাস – দেখিছে নীরজ, ফেলিতেছে শ্বাস, স্বখের স্বপন দেখিয়ে তখন ঘুমায় যুবক প্রফুল্পমূখে ! "মাও বিজয় ! ঘুমাও গভীরে – cगरषां न छूथिनौ नब्रटनच्च नेौ८च्च bré