পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্র-রচনাবলী এ ত পাপ নয় বিধি ! পাপ কেন হবে ? বিবাহ করেছি বলে নীয়দে আমার ভাল বালিব না ? হায় এ হৃদয় তবে বৰ দিয়া দিক বিধি করে চুরমার ! এ বক্ষে হৃদয় নাই, নাইক পরাণ, একখানি প্রতিমূৰ্ত্তি রেখেছি শরীরে— রহিবে, যদিন প্রাণ হবে বহমান রহিবে, যদিন রক্ত রবে শীরে শীরে ! সেই মূৰ্ত্তি নীরদের ! সে মূৰ্ত্তি মোহন রাখিলে বুকের মধ্যে পাপ কেন হবে ? তবুও সে পাপ— আহা নীরদ যখন বলেছে, নিশ্চয় তারে পাপ বলি তবে ! তবু মুছিব না অশ্র এ নয়ান হোতে, কেন বা জানিতে চাব পাপ কারে বলি ? দেখুক জনক মোর ওই চন্দ্র হোতে দেখুন জননী মোর মাখি দুই মেলি ! নীরজ গাইত "চল চন্দ্রলোকে ব্ল’বি । স্বধাময় চন্দ্রলোক, নাই লেখা দুখ শোক, সকলি সেথায় নৰ ছবি ! ফুলবক্ষে কীট নাই, বিছাতে অশনি নাই, কীট নাই গোলাপের পাশে ! হাসিতে উপেক্ষা নাই, আশ্রতে বিষাদ নাই, নিরাশার বিব নাই শ্বাসে।