পাতা:চিঠিপত্র (ঊনবিংশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু প্রভাতকুমার মুখোপাধ্যায়, লিখেছেন, এই যাত্রায় রবীন্দ্রনাথ মৈত্রেয়ী দেবীর আতিথ্যে প্রায় দুইমাস ছিলেন। সময়কাল— ১২ সেপ্টেম্বর ১৯৩৯ থেকে ৯ নবেম্বর ১৯৩৯। ও কলকাতায় দুইদিন বাসের পর ১১ নবেম্বর ১৯৩৯, কবি শান্তিনিকেতনে ফিরে গিয়েছিলেন। (দ্র, ‘রবীন্দ্রজীবনী’-৪, পৃ. ২০৪) ত্র-২ 8 ১ ১২৮৭ জ্যৈষ্ঠ ভারতী চতুর্থ বর্ষ দ্বিতীয় সংখ্যায় পৃ. ৫৯-৬০ ‘শ্রীদিকশূন্য ভট্টাচায্য’ ছদ্মনামে রবীন্দ্রনাথের ‘দুদিন কবিতা প্রকাশিত হয়। পরবর্তীকালে কবিতাটি সন্ধ্যাসঙ্গীত ১/৩২-৩৩ সংকলিত হয়। (দ্র, রবিজীবনী ২, পৃ. ৬৭) ‘দুদিন কবিতাটির পূর্বকথনে শ্রীপ্রশান্তকুমার পাল লিখেছেন— রবীন্দ্রনাথ প্রথম বার বিলাত থেকে বিদায়কালে “ডাঃ স্কটের বাড়িতেও এক শোকাবহ দৃশ্যের অবতারণা হল।” ‘জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ, মিসেস স্কট ও তার মধ্যে বিদায় সম্ভাষণের কথা উল্লেখ করলেও, স্কট কন্যাদের প্রতিক্রিয়া সম্বন্ধে নীরব ছিলেন। কিন্তু কবির প্রতিক্রিয়ার দৃষ্টান্ত স্বরূপ মালতীপুথির 61/৩২ ক ও 62/৩২ খ পৃষ্ঠায় একটি অসম্পূর্ণ কবিতা দেখা যায়। এই প্রসঙ্গে শ্রীপ্রশান্তকুমার পাল লিখেছেন—“যেটি এই বিদায় অবলম্বনে লেখা। ...বোঝা যায় অব্যবহিত বেদনার অভিঘাতে কবিতাটির সমগ্ৰ ভাবরূপ মনের মধ্যে স্পষ্ট হওয়ার আগেই তিনি এটি লিখতে শুরু করেছিলেন। ...পরে কবিতাটি ভারতীর জ্যৈষ্ঠ ১২৮৭ পৃ. ৫৯-৬০ ] সংখ্যায় আরও অনেকগুলি ছত্র ও পাঠান্তরসহ ‘শ্রীদিকশূন্য ভট্টাচাৰ্য স্বাক্ষরে ‘দুদিন নামে মুদ্রিত হয়। ভারতী-তে সাধারণত রচয়িতার নাম মুদ্রিত হত না, তা-সত্ত্বেও ‘শ্রীদিকশূন্য ভট্টাচার্য’ নাম ব্যবহার কিছু তাৎপর্য বহন করে বলে মনে হয়—গভীর হৃদয়বেদনাকে লঘু করে দেখানোর প্রয়াস এতে সুস্পষ্ট।” (দ্র, ‘রবিজীবনী-২, পৃ. ৪৫) ২ ‘সমালোচনী’ পত্রিকাতে, রবীন্দ্রনাথের ‘শ্রীঅপ্রকটচন্দ্র ভাস্কর’ ও ‘শ্রীঅপ্রকটচন্দ্র ভাস্কর। অমরাবতী’ ছদ্মনামে রচিত দুটি কবিতা ও চারটি > と 8