পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন-ফুল আবার কবরি ! তোরে করিঙ্কু মোচন ! আজিকে কমলা যে রে হোয়েছে বিধবা ! কি বলিস যমুনা লো! কমলা বিধবা । জাহ্নবীরে বল গিয়ে ‘কমলা বিধবা' ! পাখী ! কি করিস গান ‘কমলা বিধবা' ! দেশে দেশে বল গিয়ে 'কমলা বিধবা' ! অায় ! শুক ফিরে বা লো বিজন শিখরে, স্বগদের বল গিয়া উচু করি গলা— কুটারকে বল গিয়ে, তটিনী, নিঝ রে— ‘বিধবা হয়েছে সেই বালিকা কমলা !’ উহুহ ! উহুহ– আর সহিব কেমনে ? হৃদয়ে জলিছে কত অগ্নিরাশি মিলি । বেশ ছিন্থ বনবালা, বেশ ছিন্থ বনে – নীরজা বলিয়া গেছে ‘জালালি ! জলিলি’ ” সপ্তম সগ শ্মশান अर्डौब्र बैंांथांब्र ब्रांङ्गि भ्रचांब डौष4 ! ভয় ৰেন পাতিয়াছে আপনার আঁধার জাসন ! সর সর মরমরে স্বধীরে তটিনী বহে যায়। थान चाइनिद्रा वरए धूबबन्न चलाप्नद्र बांद्र ! వివి