পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) প্রথম খণ্ড.pdf/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন-ফুল এলায়ে পড়িল ভস্মে স্থনিবিড় কেশ । অঞ্চলবসন ভৰ্ম্মে পড়িল এলায়ে । উড়িয়ে ছড়িয়ে পড়ে জালুখালু বেশ কমলার বক্ষ হোতে, শ্মশানের বায়ে ! নিবে গেল ধীরে ধীরে চিতার অনল । এখনো কমলা বালা মূৰ্ছায় মগন । শুকতারা উজলিল গগনের তল, এখনো কমলা বালা স্তৰ অচেতন । ওই রে কুমারী উষা বিলোল চরণে উকি মারি পূর্বাশার স্ববর্ণ তোরণে রক্তিম অধরখানি হাসিতে ছাইয়া সি ছর প্রকৃতিভালে দিল পরাইয়া । এখনো কমলা বালা ঘোর অচেতন, কমলা-কপোল চুমে অরুণকিরণ ! গণিছে কুন্তলগুলি প্রভাতের বায়, চরণে তটিনী বালা তরঙ্গ জুলায় ! কপোলে, জাখির পাতে পড়েছে শিশির ! নিস্তেজ স্ববর্ণকরে পিতেছে মিহির । শিথিল অঞ্চলখানি লোয়ে উৰ্ম্মিমাল৷ কত কি— কত কি কোরে করিতেছে খেলা ! ক্রমশঃ বালিকা ওই পাইছে চেতন ! ক্রমশঃ বালিকা ওই মেলিছে নয়ন ! বক্ষোদেশ আবরিয়া অঞ্চলবসনে নেহারিল চারি দিক বিস্থিত নয়নে । ye (t