পাতা:দুই বোন - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২
দুই বোন

 “না, অতটা বাড়াবাড়ি সইবে না।”

 “আচ্ছা, আমার লাইব্রেরির কোণে পিরামিড বানিয়ে ওদের মামি করে রেখে দেব।”

 “আজ কিন্তু তুমি কাজে বেরােতে পাবে না।”

 “সমস্ত দিন?”

 “সমস্ত দিনই।”

 “কী করতে হবে।”

 “মােটরে ক’রে উধাও হয়ে যাব।”

 “দিদির কাছে ছুটি নিয়ে এসে গে।”

 “না, ফিরে এসে দিদিকে বলব, তখন খুব বকুনি খাব। সে-বকুনি সইবে।”

 “আচ্ছা, আমিও তােমার দিদির বকুনি হজম করতে রাজি, টায়ার যদি ফাটে দুঃখিত হব না, ঘণ্টায় পঁয়তাল্লিশ মাইল বেগে দুটো-চারটে মানুষ চাপা দিয়ে একেবারে জেলখানা পর্যন্ত পৌঁছতে আপত্তি নেই কিন্তু তিন সত্যি দাও যে মােটর-রথযাত্রা সাঙ্গ ক’রে আমাদেরি বাড়িতে তুমি ফিরে আসবে।”

 “আসব, আসব, আসব।”

 মােটরযাত্রার শেষে ভবানীপুরের বাড়িতে দুজনে এল, কিন্তু ঘণ্টায় পঁয়তাল্লিশ মাইলের বেগ রক্ত থেকে এখনো