পাতা:দুই বোন - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দুই বোন
৯৯

 ঊর্মি কোনো উত্তর দেবার পূর্বেই শর্মিলা ব’লে উঠল, “যাবে বই কি। নিশ্চয় যাবে। একটু বাইরে ঘুরে আসবার জন্যে ও যে ছটফট করছে।”

 প্রশ্রয় পেয়ে দুদিন না যেতেই জিজ্ঞাসা করলে, “সার্কাস?”

 এ প্রস্তাবে ঊর্মিমালার উৎসাহই দেখা গেল।

 তারপরে, “বোটানিকাল গার্ডেন?”

 এইটেতে একটু বাধল। দিদিকে ফেলে বেশিক্ষণ দূরে থাকতে ঊর্মির মন সায় দিচ্ছে না।

 দিদি স্বয়ং পক্ষ নিল শশাঙ্কর। রাজ্যের রাজমজুরদের সঙ্গে দিনে দুপুরে ঘুরে ঘুরে খেটে খেটে মানুষটা যে হয়রান হোলো, সারাদিন কেবল কাটছে ধুলোবালির মধ্যে। হাওয়া না খেয়ে এলে শরীর যে পড়বে ভেঙে।

 এই একই যুক্তি অনুসারে স্টীমারে ক’রে রাজগঞ্জ পর্যন্ত ঘুরে আসা অসংগত হোলো না।

 শর্মিলা মনে মনে বলে, যার জন্যে কাজ খোয়াতে ওর ভাবনা নেই তাকে সুদ্ধ খোয়ানো ওর সইবে না।


 শশাঙ্ককে স্পষ্ট করে কেউ কিছু বলেনি বটে কিন্তু