পাতা:খগোলবিবরণ (নবীনচন্দ্র দত্ত).pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খগোল বিবরণ। . * な সূৰ্য্য ছইতে পৃথিবীর অন্তর (১) এক অঙ্ক দ্বারা নির্দেশ করিলে তৎসম্বন্ধে অন্যান্য গ্রহের সূর্য হইতে যে মাধ্যাক্টর হইতে পারে তাছাই এই তালিকার দ্বিতীয়ু স্তুম্ভে লিখিত হইয়াছে। তৃতীয় স্তম্ভে প্রত্যেক গ্রন্থের}ভগণ কালের সংখ্যা দিবসে লিখিত হইয়াছে, এবং চতুর্থ স্তম্ভে গ্ৰহগণের ভগণ কালের বর্গকে তাহদের মাধ্যান্তরের ঘণ দ্বারা হরণ করিয়া যে ভাগ ফল প্রাপ্ত হওয়া যায় তাহাই লিখিত হইয়াছে । , - কেপলারের নিয়ম ত্রয়ের সম্প্রক্ষিপ্ত সংজ্ঞা | ४ ग । ७धश्लं डूडांखiभ। পথে পরিভ্রমণ করে এবং সুর্য দুইটী অধিশ্রায়ের একটতে থাকে । ২ মৃ । গ্ৰহগণ সমক্ষেত্র ফল সমান কালে নিষ্কাসন করে । ৩ য় । গ্ৰহগণের ভগণ কালের বর্গ তাহদের সূর্য হইতে । মাধ্যান্তরের ঘণর সহিত অনুপাতীয় । গতি এক স্থান হইতে স্থানান্তর হওয়ার নাম গতি । জড় পদার্থ নিশ্চেন্ট, স্বয়ং এক স্থান হইতে স্থানান্তর যাইতে পারেন, কিন্তু ইহার ও এক প্রকার গতি আছে, চালাইয়। দিলে ইহা চলিতে পারে এবং যে নিয়মে এই কার্য সম্পন্ন হয় অর্থাৎ জড় পদার্থ সঞ্চালিত হয় তাহ অতি অদ্ভুত, যাবতীয় বিশ্ব ব্যাপার এই নিয়মে সম্পাদিত হইয় থাকে। জড় পদার্থ আপন হইতে চলিতে ও স্থির হইতে পারে মা, যখন যে অবস্থায় রাখ৷ যায়, সেই অবস্থাতেই থাকে, সুতরাং তাহার গতি উৎপাদন করিতে যেমন বলের আবশ্য ঘ