পাতা:এলিজিবেথ.pdf/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 R এলিজিবেথ। । কৃপা প্রার্থনা করিতে আর সাহস করিলেন না। তিনি একাকিনী ও অসহায়িনী হইলেন বটে, তথাপি তাহার সাহস। ভঙ্গ হইল না এবং নৈরাশ্যে তাহার আত্মাকে কোন মতেই অভিভূত করিতে পারিল না। তিনি তখন উচ্চ স্বরে পিত। ও মাতাকে সম্বোধন করিয়া কহিলেন, “ ও পিতঃ ! ও মাতঃ ! আপনারা কদাচ ভীত হইবেন না। অামার প্রতি যখন যে বিপদুপাত হইবেক, পরমেশ্বর আমাকে তাহাহইতে তখনই উদ্ধার করিবেন, চিন্তা নাই।” এলিজিবেথ বোধ করিয়াছিলেন যেন তিনি জনক ও জননীর নিকটেই রহিয়াছেন, সুতরাং যাহাতে তাহাদের উৎসাহ বৃদ্ধি পায় তাহারই চেষ্টা পাইতে লাগিলেন। কিন্তু তাহার। যে তাহার দুরবস্থার কিছুই জানিতে পারেন নাই এ কথ। তখন তাহার মনে উদয় হইল না। ক্ষণকালের মধ্যে তাহার অন্তঃকরণে একু প্রকার গৃঢ় ভয়ের সঞ্চার হইলে পর, তিনি পুনৰ্ব্বার তাছাদিগকে সম্বোধন করিলেন, এবং সম্বোধন করিয়। তাহাদিগের ভয় ভঞ্জন করিয়া দিবার কথা কহিতে লাগিলেন। অনন্তর তিনি ধৰ্ম্মপিতা মহাশয়ের সমাধির নিকট দণ্ডায়মান হইয়া সম্বোধন পুৰ্ব্বক কছিলেন, “ হে স্বৰ্গীয় ধৰ্ম্মপিতৃ মহাশয়! আপনি আমাদিগকে জীবদ্দশায় পরিত্যাগ করিয়া গিয়াছেন, এই জন্যই আমার পিতা ও মাতাহইতে ধন্যবাদ পাইতে পারিবেন না। কিন্তু আপনি অকপট হৃদয়ে তাহীদের দন্তানকে সমভিব্যাহারে লইয়া আসিয়া যেরূপ রক্ষণাবেক্ষণ করিয়াছিলেন, তাহাতে তাহার। আপনার মঙ্গলচিন্তায় যথাসাধ্য চেষ্টা পাইবেন সন্দেহ নাই ।” - , সূৰ্য্য অস্তাচল গমন করিলেন। দিভূমণ্ডল ক্রমে ক্রমে, অন্ধকারে আচ্ছন্ন হইতে আরম্ভ হইল। এলিজিবেথ অনিচ্ছা পুৰ্ব্বক সেই পবিত্র স্থান পরিত্যাগ করিয়া আইলেন। কিন্তু