পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o,8] # Visva-Bharati Santiniketan, Bengal. ২২ জুলাই ১৯৩২ মীরু এডেন থেকে তোদের কেব্‌ল্‌ পেয়ে নিশ্চিন্ত হলুম। প্রথম যে কদিন দোলা খাচ্ছিলি আমার মনটা উদ্বিগ্ন ছিল । আজ বাইশে, এতদিনে প্রায় জেনোয়ার কাছে এসে পোঁচেছিস । নীতুকে নতুন যে জায়গায় মিয়ে গেছে তার খবর নিশ্চয় তোদের কাছে পৌচেছে । হয় ত বা এণ্ডজের সঙ্গে ঘাটে তোদের সঙ্গে দেখা হয়েছে । নীতুর পক্ষে সব চেয়ে কোন জায়গা ভালো সে পরামর্শ ঠিক কোনো জৰ্ম্মান ডাক্তারের কাছ থেকে পাওয়া যাবে কিন? আমার মনে সন্দেহ হয় । ওরা কোনোমতে জৰ্ম্মনীতে রাখতে চাইবে । এণ্ড,জ কিম্বা ধীরেন কোনো নিঃস্বার্থ লোকের কাছে পরামর্শ নেয় তো ভালো হয় । সৌম্যর সঙ্গে দেখা হলে এ সম্বন্ধে সে তোকে সাহায্য করতে পারবে।—Black Forestটা যথেষ্ট শুকনো হবে না বলে আমার আশঙ্ক হয়। এডেন থেকে তোদের চিঠি এলে তোদের জাহাজের বিবরণটা পূরোপুরি পাওয়া যাবে। আমাদের এখানে ভালোই চলচে । বুড়ির শরীর বেশ আছে। পড়াশুনে চলচে, রথীর কাছে চামড়ার কাজ শিখচে । ভেবেছিলুম