পাতা:উনবিংশ পুরাণ.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R*, 。 ডলাৰংশ পুরাণ ৷ নিকোলস্থ – যদি অনামীয়া গৃহীত হইয়া আলজিরার মত পরিপালিত হন, তবে মন্দ কি ? আর মেক্সিকীয়া গ্রহণের চেষ্ট্র। অন্যায্য বলিয়া ডেনিস্ আপনিও স্বীকার করেন । তথায় যেমন কৰ্ম্ম তেমনি ফলও পাইয়াছেন ।” চিন্তাশীল এই পৰ্য্যস্ত বলিয়া হঠাৎ নভোমণ্ডলের প্রতি নির্নিমেষ দৃষ্টিপাত করত ক্ষণকাল স্তব্ধ ভাবে থাকিলেন । র্তাহার অরিক্ত ফুল্ল গণ্ডদেশ এবং কম্পিত ওষ্টাধর ও অন্যান্য মুখাবয়বে অনুভব হইল যেন কোন অভূতপূৰ্ব্ব ভয়ানক ব্যাপার তঁiহার নয়ন গোচর হইতেছে । ক্ষণকাল এই ভাবে থাকিয়া তিনি কহিলেন মহারাজ দেখুন ! দৈত্যদিগের শরীরে কি ভয়ানক ভগবাস্তর উপস্থিত হইয়াছে—আর সে বর বেস নাই— সকলেই সক্রোধ প্রকৃত মূৰ্ত্তিধারণ করিয়াছে। নিকোলস দণ্ডায়মান হইয়া দক্ষিনপদ দ্বারা বৃদ্ধ পোলাণ্ডিয়ার গলদেশ আক্রমণ করিয়াছে, বাম হস্তে মধ্যবয়স্ক সিথিয়ার কেশাকর্ষণ করিতেছে, এবং রুধিরসিক্ত ভীষণ গদা আস্ফালন করিয়া পুনঃ ২ তাহার প্রতি নিৰ্দ্দয় প্রহার করিতেছে । ডেনিস বিষাক্ত ছুরিক। দ্বারা আপন ধৰ্ম্মপত্নীর বক্ষঃস্থল বার বার বিদারণ করিতেছে, কিন্তু মুখে বলিতেছে তাহার গাত্রে হস্নিগ্ধ অগুরুচন্দন বিলেপন করিতেছে—আয়ুস-শৃঙ্খলে পত্নীর হাত পা বাধিতেছে, কিন্তু কথায়ু বলিতেছে তাহাকে অলঙ্কার পরাইতেছে ।