পাতা:লক্ষণ সেন - দুর্গাদাস লাহিড়ী.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲ লক্ষণ-সেন । ASAAAAS SAMAJAAA AAAA AAAAMMMM MAJJMA AJJMMAJMMAMMMAMAMAeAAAA “ই-ই, যাই—যই!”—এই বলিয়া বসুজ (হাশয় টাকাগুলি গুছাইয়া লইয়া নৌকায় গিয়া উঠিলেন। হৃদয় বিষম চিন্তাভারাক্রান্ত। এক ভাবম—‘ঘরের টাকা বাহির করিয়া লইতে হইতেছে, সে টাকা কি করিয়া পূরণ হইবে—সে টাকা কি করিয়া আবার ঘরে আসিবে ? দ্বিতীয় ম্ভাবনা—‘যথাসময়ে রাজধানীতে পৌছিতে ন পারিলে, রাজসরকারে কতই অপদস্থ হইতে হইবে ।’ বল বাহুল্য, শেষোক্ত ভাবনা অপেক্ষা প্রথমোক্ত তাবনাই প্তাহার চিত্তকে অধিকতর ভারাক্রান্ত করিয়া তুলিয়াছিল। 灣 警 灘 তৃতীয় পরিচ্ছেদ।

  • D'oes

টাকাও যা, ধূলাও তা। মাঝিরা প্রাণপণ চেষ্টা করিয়াও সন্ধ্যার পূৰ্ব্বে নবদ্বীপের ঘাটে নৌকা পোছাইতে পারিল না। এদিকে দ্বিপ্রহর পর্য্যন্ত অপেক্ষা করিয়া দেওয়ান যখন দেখিলেন,--রাজস্ব ও হিসাব সহ বসুজ মহাশয় রাজধানীতে উপস্থিত হইলেন না, তখন কাজেই বসুজের নামে পরওয়ান বাহির হইল ; বসুজের বাড়ী-ঘর ঘেরাও করিয়া, তাহাকে এরিয়া আনিবার জন্য, রাজসরকার হইতে পাঁচশ জন পাইক নূতনগ্রাম অভিমুখে যাত্রা করিল।