পাতা:লক্ষণ সেন - দুর্গাদাস লাহিড়ী.pdf/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९७br লক্ষণ-সেন । MMAJMAMMMAMMMA SAMMMMMAMAAA AA جمیہ حیا*مہمبیہ* بیج جمتی۔ স্বৰ্গ-সুখ তুচ্ছ বলিয়া মনে করিতে ! কিন্তু আমি উত্তর দেই নাই। আমি সব বুঝিয়াছি ; কিন্তু সব বুঝিয়াও তোমায় কষ্ট দিয়াছি । শোভা !—প্রাণের শেতা ! আমার এ পাপের কি প্রায়শ্চিত্ত আছে! তুমি কত বার প্রতীক্ষা করিয়াছ ; আমার একটী উত্তর,-“লামি তোমায় বিবাহ করিতে সম্মত আছি”—এই উত্তর, শুনিবার জন্য উৎকর্ণ হইয়াছ ; কিন্তু আমি একবারও মুখ ফুটিয়া সে উত্তর দিতে পারি নাই! প্রাণে প্রবল আবেগ উপস্থিত হইয়াছে। মনে করিয়াছি,—‘বলি ; বলিতোমায় বিবাহ করিব | কিন্তু অমনি কে যেন আসিয়া মুখ চাপিয়া ধরিয়াছে | মনে পড়িয়াছে—পিতামাতার কথা ; মনে পড়িয়াছে,—র্তাহারা বিদ্যমান থাকিতে আমি কি উত্তর দিতে পারি! তাই শোভা !—তাই তোমায় কোনও উত্তর দিতে পারি নাই! কিন্তু আজ যখন শুনিলাম,—ভৈরবানন্দ স্বামী যখন বলিলেন,—তোমার ও আমার উভয়েরই পিতামাতার ইচ্ছা ছিল,—আমাদের উভয়কে পরিণয়-সূত্রে আবদ্ধ করিবেন ; শোভা !—তখন হইতে আমার বাচিবার বড় সাধ হইতেছে! সেবার রণাহত অবস্থায় বাচিবার একটুও ইচ্ছা ছিল না ; কিন্তু তুমি শুশ্রুষায় বাচাইয়াছিলে! এবার বাচিবার বড় সাধ হইতেছে ; কিন্তু বোধ হয় এবার আর তুমি আমায় বঁাচাইতে পরিবে না! না বাচি ; কিন্তু শোভা !—নিশ্চয় জানিও—আমি তোমারই।" আর কথা কহিতে বীরসিংহের কষ্ট বোধ হইল। বীরসিংহের গণ্ডস্থল বহিয়া অশ্রু নিপতিত হইতে লাগিল । শোভা বস্ত্রাঞ্চলে অশ্রুজল যুছিয়া বীরসিংহের পরিচর্য্যা করিতে লাগিলেন । কিন্তু শুশ্রুষায় কোনই ফল ফলিল না । পর