পাতা:আনবারশোহেলি.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । Go আগে যদি জানিঙাম এৰূপ ঘটিবে। তোমার বিচ্ছেদে মোর অন্তর দহিবে । তবে তব সঙ্গত্যাগ নাছি করিতাম। এক দিন জন্য কভু নাহি ত্যজিতাম । রে রজনি প্রভাত হইব মাত্রেই মেঘ জন্য অন্ধকার দূর হওনে সূর্য্য কিরণে পৃ থিবী আলোকময় হইল । উদয় অচলে সূর্য্য উদয় হইল । স্বর্ণ চক্র সম ভেছ দীপ্তি প্রকাশিল । অনন্তর পুনর্বার তথা হইতে উড়ডীয়মান হইয়। এই চিন্ত করিতে লাগিল যে ভ্রমণ করি কি বাস স্তানে পুনঃ গমন করি, পরে নিশ্চয় করিলেক যে দুই তিন দিবস ভ্রমণ করি, ইতোমধ্যে সূর্য্য কিরণের ন্যায় পতন-শালী ও চক্ষুর দৃষ্টির ন্যায় গমন-শালী শাছনি নামক পক্ষী বাজেন্দাকে আক্রমণ করিতে উদ্যত হইল । & পরে যখন বাজেন্দার দৃষ্টি ঐ নির্দ্দয় শাহীনের প্রতি পতিত হইল তৎকালে তাছার প্রাণ অত্যন্ত ব্যাকুল হওনে শক্তি হীন হইল - শাহীন পড়িল যদি কপোতের প্রতি । ক্লেশ সহ্য বিনা তার অন্য নাহি গতি । পরন্তু বাজেলা। যখন আপনাকে আপদগ্রস্ত বোধ .করিলেক তখন ঐ হিতৈষী বস্তুর উপদেশ সকল স্মরণ করত তাপন কুমতি উত্তম ৰূপে জ্ঞান হইল ।