পাতা:আনবারশোহেলি.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি જ ভূধর। স্তম্ভ। এই প্রশংসানুসারে যোগিদিগের ন্যায় স্থিরত্ব ধারণ করিয়াছে) অtয় ঐ শিখরস্থ ঝরণার জল অশ্রুপাতের ন্যায় পতন হইতেছে, এক্স কার ঐ পর্বতোপরি রাজা আরোহণ করিয়। দৃঢ়তর কাটবন্ধন পূর্বক মেঘের ন্যায় সর্বত্র ভ্রমণ করিতে করিতে অকস্মাৎ এক প্রান্তর দর্শন করিলেন ঐ প্রান্তর মনুষ্যদিগের আর্গার ন্যায় ৰিষ্কৃত, আর ঐ মাঠ তৃণাদির দ্বারা আকাশের ন্যায় শ্যাম বর্ণ ছিল এবং ঐ স্থানের বায়ু স্বগীয় সমীরণের ন্যায়, আর ঐ প্রান্তরস্থ বানশ্ব। নামক মুঞ্চপ সকল গুলাব পুষেপর চতুর্দ্দিগস্থ হইয়। অতিশয় সুন্দর ব্যক্তিদিগের মন্ত্রকস্থ মনোহর জুলফের ন্যায় শোভা প্রকাশ করিতেছিল এবং লম্বল সকল লালেহের সহিত যুক্ত হইয়া বিম্বোষ্ঠদিগের গোফের ন্যায় শোভা পাইতেছিল আর তত্রস্থ বেদতবরি নামক বৃক্ষ সকল স্বর্ণ বর্ণ বক্স ও বগলতাক ৰূপ শরবেশিছি নামক বৃক্ষ সবুজ বর্ণের বস্ত্র পরিধান করিয়াছিল এবং মন্দং ৱায়ু সকল স্বীয় আস্য দ্বারা তত্রস্থ পুঞ্চপগণের গোপনীয় সৌগন্ধ পৃথিবীর চতুর্দ্দিকে প্রকাশ করিতেছিল ও বুলবুল নামক পক্ষিদিগের • কথোপকথনের দ্বারা তত্রস্থ গুলাব পুযেপর সৌগন্ধ ও বর্ণের কথা আকাশ বসতিদিগের • কর্ণগোচর হইতেছিল