পাতা:আনবারশোহেলি.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ আনবারশোহেলি । তদনন্তর মন্ত্রী কছিলেন আমি যে এই দৃষ্টান্ত মহাশরের নিকট প্রকাশ করিলাম, তাহার কারণ এই যে আপনি গৃহে বাস করণের যে গুণ তাহ। ভ্রমণের দুঃখের সহিত পরিবত্ত করিবেন না। এবং স্বদেশ ও বন্ধ র যে বিচ্ছেদ তাহার ফল অতিশয় ক্রন্দন ব্যতিরেকে আর নাই অতএব আপনি স্বেচ্ছাধীন হইয়। স্বীকার করিবেন না । দেশ বন্ধ, দরশনে মোর ইচ্ছা হলে । বহু দিবসের পথ ভাসে চক্ষু জলে । পরে দীবেশিলীম কছিলেন হে মন্ত্রী ভ্রমণের দুঃখ যদ্যপি অধিক বটে, তথাপি তা ছাতে লভ্য ও অধিক আছে, কেন না কোন ব্যক্তি প্রবাস জন্য পরিশ্রমের ঘূণিতে পতন ন হইতে শিষ্ট ও সিদ্ধান্তঃকরণ হইতে । শক্ত হয় না এবং ইহার যে পরীক্ষ সে জীবন পর্যন্ত লভ্য দায়ক হয়, আর ভ্রমণেতে নিশ্চয় এই দুই প্রকারের বৃদ্ধি হয়, এক বিখ্যাত জন্য অপর পরমtথিক । ইহ। শতরঞ্চ ক্রীড়ায় প্রমাণ আছে এক বড়িয়। বুদ্ধি দ্বারা ছয় পদ ভ্রমণ করিলেই মন্ত্রির পদ-প্রাপ্ত হয়, আর প্রতিপদের চন্দ্র চতুর্দ্দশ দিবস ভ্রমণ করিয়। পৌর্ণমাসীর চন্দ্র হয় । ভ্রমণ করিলে দেখ দাস রাজা হয় । ভ্রমণ নহিলে কভু চন্দ্র পূর্ণ নয় । আর যদ্যপি কোন ব্যক্তি আপন গৃহ হইতে ৱাছির