পাতা:আনবারশোহেলি.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানবারশোহেলি । রাজ্য ব্যৱস্থায় ভার প্রশংসা বিশেষণ এক পত্র লিখি সব করিতেন শেষ ৷ । বুদ্ধির তীক্ষুতার দ্বার। ঐ রাজ্যের ব্যব হার অতি সুন্দরৰপ ছিল একারণ তিনি খোজেস্তা রায় নামে বিখ্যাত ছিলেন, আর ঐ হুমায়ু নফাল রাজ। ঐ মন্ত্রির পরামর্শ ব্যতিরেকে কোন কুর্ম্ম প্রবৃত্ত ও রণেtদেযাগী হইতেন নক্স এবং উrহা উৎসাহ ব্যতিরেকে অtমোদের সভাতেও কখন উপবেশন করিতেন না, খ্যাত্যাপন্ন ও কর্ম্মদক্ষ রাজারদিগের এই শাস্ত্রানুসারে যথাথৰ্কপে কর্ম্মকরা উচিত। এবম্ব কার লোকের পরামর্শের অtশ্রয় ব্যতিরেকে রাজ্যের কোন কর্ম্মকরা উচিত নহে ইহার অনুসারে সুবুদ্ধি ব্যক্তির। যে পরামর্শ দেন তাহাতেই সকল মনুষ্যের পক্ষেই ভাল হয় । - যুক্তিতে করিলে কর্ম্ম সব সিদ্ধ হয়। যুক্তি বিনা কোন কর্ম্ম যুক্তি সিদ্ধ নয় । অনন্তর এক দিবস হঠাৎ ঐ রাজ৷ মৃগয়াতে গমন করিলেন তাহাতে ঐশ্বর্য্যের স্বৰূপ ঐ মন্ত্রী উrহার সঙ্গে ছিলেন পরে যখন ঐ মৃগয়ার মাঠে রাজার চরণস্লশ ছইল তখন তাছা দর্শন করিয়। আকাশ অভিমানী হইলেন আকাশস্থিত নসর তায়ের নামক যে " নক্ষত্র তিনি রাজার সমভিব্যাহৃত শাহিন নামক