পাতা:আনবারশোহেলি.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

39 আমবারশে হেলি । উত্তর করিলেক যে ঈশ্বরের ঘটনা কেছ অন্যথা করিতে শক্ত হয় না। । - ঈশ্বরের ইচ্ছ। কপবাণ যদি ছোটে । উপায় ৰূপের ঢালে নাহি সেই টোটে । পরন্তু বাজেন্দা কহিলেক যে তুমি এ আপদ হইতে আমাকে যদ্যপি মুক্ত করিবার পথ দেখাইতে পার তবে চিরকালের জন্যে আমাকে বাধ্য করবে, পরে ঐ কপোত কহিলেক যে অরে নির্ব্বেtধ যদি ই ছাঁর কোন উপায় জানি তাম তবে কি আমি এ বন্ধন হইতে মুক্ত হইতাম না । তোমার এই বাক্য সেই উষ্ট্র শাবকের ন্যায় হইয়াছে, যে গমন করত ক্লান্ত হইয়া রোদন করিতে২ ইচ্ছাপূর্ব্বক তাছার মাতাকে কহিয়াছিল যে হে নিষ্ঠুর কিঞ্চিৎ বিলম্ব কর আমি ক্ষণেককাল বিশ্রাম করি, ইহাতে তাহার মাত কহে অরে অন্ধ তুই কি দেখিতে পাইস না যে তোর নাসিকার রজজু অন্যের হস্তে অপিত আছে যদ্যপি আমার কিছু সাধ্য থাকিত তবে কি আপন পৃষ্ঠ দেশকে বোঝ। হইতে ও তোর পদকে গমন হইতে মুক্ত করিতাম না । আপন মাতার কাছে উষ্ট্রের তনয় । , কহিয়া আপন দুঃখ নিদ্র। গত হয় । পরেতে কহিল মাতা শুনরে তনয় । কিঞ্চিৎ করিতে স্থিতি মোর সাধ্য নয়।