পাতা:আনবারশোহেলি.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অথ অনুক্রমণিকা । এতন্মহানগরীয় শোভাবাজার স্থানীয় ধর্ম্মাংশভূত মহাবংশ প্রসূত; পরমকাৰুণিক পরানুকল্পী সুধীর গভীর বুদ্ধি লদ্বিবেচক মহামান্য বদান্য ধন্যতম ইষ্ট পরায়ণ পরম যশস্বী দেশছিতৈষী সজ্জনানুরঞ্জক উদার কীর্ত্তিমান, মহারাজাধিরাজ শ্রীলঙ্কযুক্ত কমলকৃষ্ণ বাহাদুর দেশ ছিতার্থে পারস্য ভাষায় লংগ্রহীত “ অনিবার শোহেলি ’ নামক নীতি পুস্তক বঙ্গ ভাষায় প্রকাশানুমোদী হইয়। মুদ্রাঙ্কিত করণনুমতি করেন, তদনুমতানুসারতঃ উক্ত পুস্তক গদ্য পদ্যছন্দ দ্বারা অলস্কৃষ্টকরতঃ গৌড়ীয় ভাষায় ভাষিত করা গিয়াছে, এতৎ, পুস্তক চতুদশ খণ্ডে বিভক্ত প্রত্যেক খণ্ডে বিৱিধ প্রকার নীতি বাক্য দ্বার। সাধারণ মনুষ্য বর্গের প্রতি উপদেশ করিয়াছেন, সুবুদ্ধিমান ব্যক্তির। অলসত পরিত্যাগে উক্ত পুস্তক প্রতি দৃষ্টিপাত করিলে তন্মস্ম গ্রহণে পরমামোদিত হইবেন, এতৎ গ্রন্থ এৰুপ নীতি বাক্যে বিভূষিত হইয়াছে, যে আপামর ব্যক্তিরাও তদর্শনে আশু সভ্য পদবীতে আরোহণ করিতে শক্ত হইবে, অতএব সর্ব সাধারণের উপকারার্থে এবং খগুৈক দেশ দর্শনে সম্যক গ্রন্থের ফল বোধার্থ সুগম বক্স প্রকাশে পুস্তকানুক্রমধিক লিপিতে বাধিক হইলাম ।