পাতা:আনবারশোহেলি.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অীনবারশোহেলি । ১১ যে জল সে* অমৃত সমান আর স্বর্গেতে সলসবীন নামে যে ক্ষুদ্র নদী আছে তাহার ন্যায় উত্তম ও’ পরিস্কার । ইহাতে করয়ে মীন গমন গমন । তাহার বুরণ হয় রজত বরণ । দ্বিতীয়ার চন্দ্র মত হয় সেই গতি । - বণিতেন। পারি অrমি-ছই অল্পমতি। মন্ত্রির আজ্ঞানুসারে ঐ সরোবর তীরে রাজার উপবেসন নিমিত্ত শয্য। প্রস্তুত হইল পরে তদুপরি রাজ। উপবিষ্ট হইলেন তাছার ভূত্যগণের কেহব। ঐ লুরোবর তীরে ও কেহব। ঐ বৃক্ষ মূলে উপবেশন করিল রাজ। হাবিয়ার বায়ু হইতে ঐ স্বৰ্গতুল্য স্থানে , আসিয়া লুঠ প্রাপ্ত সব্যাদিতে যাদৃশ মন সন্তোষ হয় তাদৃশ আচ্ছাদিতু হইয়া সকলেই ইহা কহিতে লাগিলেন । ($ - - দুঃখ চিন্তাৰূপ, কানন এ ভূপ, ত্যজি অনায়াসে । কছে সর্ব্বজন, করি সম্বোধন, ঈশ্বরের পাশে । এই যে এস্থান, স্বগের উদ্যান, - হয়ত সমান । তাহাতে বলিয়া, ছালিয়। ছাসিয়18 সবে করে গনি | }