পাতা:আনবারশোহেলি.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

вь” আনবারশোহেলি । ঈশ্বর নিকটে বহু মানন করিয়া । প্রতিজ্ঞ করিল তবে কাতর হইয়া । যে যদ্যপি এই মৃত্যুর হস্ত হইতে উদ্ধার হই তবে ভ্রমণের যে বাঞ্ছ। তা হা কথন অন্তঃকরণেও আর করিব না, আর বন্ধ র সঙ্গ পরস প্রস্তরের ন্যায় উত্তম জ্ঞান করিয়া যাবৎ জীবিত থাকিব তাবৎ ভ্রমণের নামও জিহ্বাগে আনিব না । t পুনঃ যদি তব সঙ্গে ছয়তো মিলন । তাহার বিচ্ছেদে কেছ না হবে ভাজন । এইৰূপ চিন্ত্যমান কপোতের ভাগ্যবশে ঈশ্বর কত্ত্বক মনে বাঞ্ছা সফল হইল অর্থাৎ শাহীন তাহাকে গ্রহণ করিতে পারিল না তাহার কারণ এই যে ঐ শাহীনপক্ষী যৎকালীন কপোতকে ছন্ত গত করিতে তন্নিকটবর্ত্তীর্ণ “ছইল সেই সময় বলবান ক্ষুধার্ত্ত ও নসরতায়ের নামক পক্ষির , ভয় জনক তুকাব নামক এক পক্ষী দগান্তর হইতে অtহার অনূেষণে উড়ডীয় মান হইয়। যৎকালীন শাহীন ও কপোতের অবস্থা দশন করিল তখন এই ভাবিল যে এই ক্ষুদ্র কপোত দ্বার। কেবল জলপান মাত্রে শরীরের কিঞ্চিৎ ব্যাকুলত রহিত হইতে পারে, পরে ঐ শাহীনের সম্মুখ হইতে ঐ কপোতকে গ্রহণ করিতে ইচ্ছুক হইল, কিন্তু শিকার কারণ শাহীনের শরীরে যাদৃশ শক্তি ছিল তাদৃশ শক্তি