পাতা:আনবারশোহেলি.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾Ꮼ আনবারশোঙ্কেলি । চীৎকার করিতে লাগিল আর বজ্র স্বীয় পতন দ্বার লালেহ কুসুমের অন্তঃকরণকে দাহ করিতে লাগিল এবং শিল। সকল আত্ম পতনে নরগেশ নামক পুর্যপকে ভূমিস্থ করিয়। আঘাত করিতে লাগিল । বিদ্যুত ফলক বজু হইয়া পতন। পৰ্বত হৃদয় সেই করে বিদারণ । ভয়ানক মেঘধুনি শুনি আচম্বিত । মেদিনী হুইল দেখ ভয়েতে কল্পিত । পরে বাজেন্দার এমত সময়ে তাঁর স্বৰূপ যে বারি ধীর। তাছা হইতে রক্ষা পাইবার কোন উপায় ছিল না, আর শীতের ক্লেশ নিবৃত্ত হয় এর্মত আশ্রয় স্থানও ছিল না, এই হেতুক কখন কোন বৃক্ষ শাখে ও কখন বৃক্ষ পত্রে লুক্কায়িত হইল কিন্তু বারি ধার ও শীতের আঘাত জন্য দুঃখ এবং বিদ্যুত ও বজু পতনের ভয় দণ্ডেং অধিক হইতে লাগিল । ঘোর অন্ধকার নিশি মেঘের গজ্জন । তাছে দেখ আতিশয় বারি বরিষণ । এ যাতনা চিন্তা নাছি সেই জন করে । হৃষ্ট মনে আছে যেবা সভার ভিতরে । অনন্তর বাজেন্দ। অকাল বর্ষণদি জন্য দুঃখ সহ্য করিয়া দীঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক আপন বন্ধ র কথা ও বাসস্থান স্মরণ করত ঐ রজনি অতি ক্লেশে প্রেভাত করি ল ।