পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ । SSS কিন্তু রামচন্দ্র ঐ করে পিগু না দিয়া রুদ্রপদে পিগু দান করিলে দশরথ এ বিষয়ে শাস্ত্র মর্য্যাদ তিক্রম হইল এই মত সংশয়ালু রামকে কহিয়া ছিলেন (৭০ ) রুদ্রপদস্থানে পিণ্ড দেওয়ায় আমি নিস্তার হইয়া শিবলোক প্রাপ্ত হইলাম । হস্তে পিণ্ডদান করিলে মহৎ ব্যক্তিরও সদগতি হয় না (৭১) তুমিও চির কাল রাজ্য করিয়া অযোধ্যাবাসী রুমি কীট প্রভৃতি প্রাণিবর্গের সহিত বিষ্ণুলোক যাইবে এই কথা বলিয়া দশরথ রুদ্রলোক গমন করিলেন ( ৭২ ) পদশিলার উত্তরস্থ পথে কনকেশ কেদারেশ্বর নরসিংহ বামন এই সকলকে পূজা করিলে পিতৃলোকের উদ্ধার হয় (৭৩) যাহার নামেল্লেখে গয়াশীর্ষে পিণ্ডদান করে তাহার নরক হইতে স্বর্গ এবং স্বৰ্গ হইতে ব্ৰহ্মলোক প্রাপ্তি হয় (৭৪) গয়াশীর্ষে কন্দ মুল ফলাদি দ্বারা শমীপত্র প্রমাণেও পিগুদানে পিতৃলোকের স্বৰ্গ হয় (৭৫) যে গয়াশীর্ষের অগ্ৰে বিষ্ণু, প্রভৃতির পদচিহ্ন আছে ঐ স্থানে পিণ্ডদানে পিতৃলোকের ঐ বিষ্ণু প্রভৃতি লোক প্রাপ্তি হয় (৭১) মুও পৃষ্ঠ পৰ্ব্বতের সর্ব স্থানই ঐ বিষ্ণু প্রভৃতি পদ দ্বার চিহ্নিত আছে সুতরাং তথায় পিণ্ডদানে সকল পিতৃলোকের নির্দোষ ব্রহ্মলোক প্রাপ্তি হয় (৭৭)