পাতা:গয়ামাহাত্ম্যম্‌ (তারানাথ তর্কবাচস্পতি).pdf/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গভাষানুবাদ । SSq এই পুরী ব্রহ্মপুরী তুল্য ও গয়াপুরী নামে খ্যাত হউক এই প্রার্থনায় বিষ্ণুপ্রভৃতি দেবগণ (তথা$স্ত ) এইমত । কহিলেন (৫) এ শ্ৰাদ্ধ করিয়া যত্নশীল বিশাল ভূপাল পিতৃগণের উদ্ধার করেন । বিশাল নামে নগরীতে বিশাল নামে অপুত্র নরপতি ছিলেন তিনি বিপ্রসকলকে জিজ্ঞাসা করেন (৬) হে দ্বিজগণ কিরূপে আমার পুত্ৰ পৌত্ৰাদি হইবে তাহাতে দ্বিজগণের কছিলেন গয়াতীর্থে পিণ্ডদানে অভীষ্ট সিদ্ধি হইবে ( ৭ ) এ বাক্যনুসারে বিশাল ভূপালও গয়াশীর্ষে পিণ্ড দিয়া পুত্রবান হইয়াছিল। ঐ কালে আকাশে শুভ্র রক্ত ও ক্লষ্ণ পুরুষ দেখিয়া বিশাল রাজা কহিলেন (৮) আকাশে দৃশ্যমান আপনার কে, তন্মধ্যে শুভ্রবর্ণ পুরুষ ভূপালকে কহিলেন আমি তোমার পিতা নিজ কৰ্ম্ম দ্বারা ইন্দ্রলোক গিয়াছিলাম (৯) হে সুপুত্র এই রক্ত পুরুষ আমার পিত ইনি ব্ৰহ্মহত্য পাপ করিয়া রক্তবর্ণ হইয়াছেন ক্লষ্ণ বর্ণ পুরুষ আমার পিতামহ ইনি ঋষিহত্যা করিয়৷ কৃষ্ণ হইয়াছেন ( ১s ) আমার পিতা ও পিতামহ পূৰ্ব্বোক্ত পাপে অবচি নামে নরক পাইয়াছিলেন । হে পুত্র এক্ষণে তোমার পিণ্ডদানে আমরা মুক্ত হইয়। অক্ষয় স্বর্গ (ব্রহ্মলোক) যাইতেছি তুমি সুপুত্র তোম৷ দ্বারা আমরা ব্রহ্মলোক পাইলাম (১১) '