পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
নটীর পূজা

রত্নাবলী

 যে অপমান সহ্য করেছি তাতেও তার প্রতিকার হবে না।

লোকেশ্বরী

 তুমি রাজার কাছে অভিযোগ করলে নটীর নির্বাসন, এমন কি, প্রাণদণ্ডও হোতে পারে।

রত্নাবলী

 তাতে ওর গৌরব বাড়িয়ে দেওয়া হবে।

লোকেশ্বরী

 তবে তোমার কী ইচ্ছা।

রত্নাবলী

 ও যেখানে পূজারিনী হয়ে পূজা করতে যাচ্ছিল সেখানেই ওকে নটী হয়ে নাচতে হবে। মল্লিকা, চুপ করে রইলে যে। তুমি কী বল?,

মল্লিকা

 প্রস্তাবটা কৌতুকজনক।

লোকেশ্বরী

 আমার মন সায় দিচ্ছে না রত্না।

রত্নাবলী

 ওই নটীর ’পরে মহারানীর এখনো দয়া আছে দেখছি।