পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
নটীর পূজা

একদল অস্তঃপুররক্ষিণীর প্রবেশ

রক্ষিণী

 ফেরো তোমরা এখান থেকে।

শ্রীমতী

 আমরা প্রভুর পূজায় চলেছি।

রক্ষিণী

 পুজা বন্ধ।

মালতী

 আজ প্রভুর জন্মোৎসব।

রক্ষিণী

 পুজা বন্ধ।

শ্রীমতী

 এও কি সম্ভব।

রক্ষিণী

 পূজা বন্ধ। আমি আর কিছু জানিনে। দাও। তোমাদের অর্ঘ্য।

পূজার থালা প্রভৃতি ছিনাইয়া লইল

শ্রীমতী

এ কী পরীক্ষা আমার। অপরাধ কি ঘটেছে কিছু।

 উত্তমঙ্গেন বন্দেহং পাদপংসু বরুত্তমং

 বুদ্ধে যো খলিতো দোসো বুদ্ধো খমতু তং মম।