পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭০
নটীর পূজা

শ্রীমতী

 কিছুতে না।

মালতী

 দেখলেম অন্ত্যেষ্টিমন্ত্র পড়তে পড়তে শবদেহের সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন।

শ্রীমতী

 কে যাচ্ছিলেন।

মালতী

 দূর থেকে মনে হল যেন তিনি।

শ্রীমতী

 অসম্ভব নেই।

মালতী

 পণ করেছিলেম, মুক্তি যতদিন না পাই তাঁকে দূর থেকেও দেখব না।

শ্রীমতী

 রক্ষা করিস সেই পণ। সমুদ্রের দিকে অনিমেষ তাকিয়ে থাকলেই তো পার দেখা যায় না। দুরাশায় মনকে প্রশ্রয় দিসনে।

মালতী

 তাঁকে দেখবার আশায় মনকে আকুল করছি মনে