পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নটীর পূজা
৩৩

রত্নাবলী

 কী শোভা। শ্রীমতী করবে পূজার উদ্‌যোগ, তোমরা পরিচারিকার দল করবে চামরবীজন।

বাসবী

 আর এখান থেকে তুমি অভিশাপের উষ্ণ নিশ্বাস ফেলবে। তাত্বে অশোকবনও দগ্ধ হবে না, শ্রীমতীর শাস্তিও থাকবে অক্ষুণ্ন।

রত্নাবলী ও মল্লিকা ব্যতীত আর সকলের প্রস্থান

রত্নাবলী

 সইবে না! সইবে না! এ একেবারে সমস্তর বিরুদ্ধ। মল্লিকা, পুরুষ হয়ে জন্মালুম না কেন। এই কঙ্কণপরা হাতের, ’পরে ধিক‍্কার হয়। যদি থাকত তলোয়ার। তুমিও তো মল্লিকা সমস্তক্ষণ চুপ করে বসে ছিলে, একটি কথাও কওনি। তুমিও কি ওই নটীর পরিচারিকার পদ কামনা কর।

মল্লিকা

 করলেও পাব না। নটী আমাকে খুব চেনে।

রত্নাবলী

 চুপ করে সহ্য কর কী করে বুঝতে পারিনে। ধৈর্য নিরুপায় ইতর লোকের অস্ত্র, রাজার মেয়েদের না।