পাতা:লক্ষণ সেন - দুর্গাদাস লাহিড়ী.pdf/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অস্তিম-শয্যায়। ९७¢ AeAJAMMMMMAMMAAA AAAAA আততায়িগণের কেহ আহত, কেহ নিহত, কেহ বা বন্দী হয়। বক্তিয়ার পলায়ন করেন। এমন সময়ে, যুদ্ধের শেষ মুহূর্তে, বলবন্তসিংহের অস্ত্রাঘাতে বীরসিংহ সাজাতিকরূপে আহত হন । বীরসিংহের পাশ্বচরগণ বলবন্তসিংহকে বন্দী করেন। বীরসিংহ অজ্ঞানাবস্থায় ভৈরবনাথের গুহা-মন্দিরে আনীত হন।

  • , *

সপ্তপঞ্চাশ পরিচ্ছেদ । O অন্তিম-শয্যায় । সন্ন্যাসিগণ যথাসাধ্য বীরসিংহেৰু শুশ্ৰষ করেন। শুশ্রায় বীরসিংহের জ্ঞান সঞ্চার হয়। জ্ঞান-সঞ্চারে তাহার মনোমধ্যে অভিনব অনুতাপ আসিয়া পড়ে। ভৈরবানন্দ স্বামীকে সম্বোধন করিয়া বীরসিংহ মৰ্ম্মভেদী স্বরে বলেন,—“দেব ! অামার এক পাপের প্রায়শ্চিত্ত হইল বটে ; কিন্তু আর এক . পাপের প্রায়শ্চিত্তের পি বিধান করিলেন ? আমি মনে করিয়াছিলাম, আততায়ীর গতি আবরোধ করিয়া মরিতে পরিলেই পাপের এায়শ্চিত্ত হইবে,-আমি শান্তি পাইব । কিন্তু কৈ ?—শান্তি পাইলাম কৈ ? পাপ-স্মৃতি একেবারে উন্মলিত হইল কৈ ?" - হৈরবানন্দ স্বামী বীরসিংহের মস্তকে হাত বুলাইতে বুলাইতে কহিলেন,-“বাবা! কেন তুমি অম্বুশোচনা করিতেছ? তোমার কৰ্ত্তব্য তুমি যে ভাবে পালন করিয়াছ, জগতে তাহার তুলনা নাই। তবে কেন তুমি আবার অনুতাপানলে দগ্ধ হইতেছ?” ২৩