পাতা:পথের দাবী নাটক.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃশ্ব পথের দাবী $d: আরদালি প্রস্থান করিল। নিমাই পকেট হইতে রিভলবার বাহির করিয়া টেবিলের ওপর রাখিয় তাহাতে কাগজ চাপা দিল । অপূৰ্ব্ব প্রবেশ করিল কে ! অপুৰ্ব্ব । অপূৰ্ব্ব পাযের খুলে লহুল নিমাই । তুমি এখানে । কবে এলে ? অপূৰ্ব্ব । এখানকার বেtথা কোম্পানীর কাজ নিযে এসেচি, কাকাবাবু! নিমাই । বোস, বোস। কতকাল তোমাদের কোনো খবব পাইনি। জানত এই চাকরি আমি পেযেছিলুম তোমার বাবার চেষ্টায়। মা ভালো আছেন ত? দাদারা ? অপূৰ্ব্ব । আপনার আশীৰ্ব্বাদে সবাই ভালো। আমরা কেউ কিন্তু জগন্তাম না আপনি এখানে আছেন । মা জানলে আশ্বস্ত হবেন । আজই চিঠি লিখে দেবি । নিমাই ৷ হুঁ, ই, লিখে দিয়ে,আমি যত দিন থাকব তোমার কোনো অসুবিধা হবে না । লিখে ভাই দাও, কিন্তু তোমাকে বলে রাখি, কবে যে কোথায় থাকি তার ঠিক নেই। অপূৰ্ব্ব । আচ্ছা কাকাবাবু কাব খোজে এখানে এসেচেন । নিমাই । ওবে বোকা ছেলে, তা কি বলতে আছে ? পেনসন মাবা যাবার ভয় রয়েচে যে ! তবে একটু কাল যদি এখানে বসে থাকিস, তাহলে হয়ত মহাপুৰুষেব দর্শন পেতেও পারিস ! বন্দুক পিস্তলে তার অভ্রান্ত লক্ষ্য, পদ্মা নদী সীতার কেটে পার হন—বাধে না । সম্প্রতি অকুমান, চট্টগ্রামের পথে পাহাড় ডিঙ্গিয়ে তিনি মুলুকে প্রবেশ

  • 電一尊早一。 - - سlسے گسماج م؟ -اے-اے ، ، ، ہے • مw r