পাতা:পথের দাবী নাটক.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eथंभ मृथ পথের দাবী సి, অফিসাব । কতদিন এদেশে আছেন । শশি । বছব দশেক । থেনমঙ, । কবি অনেক দিন এদেশে আছেন। অফিসাব । ন.না, আমবা র্যাকে খুঁজছি, তিনি কৰি টবি কিছু নন। থেনমঙ,। তবে ? : অফিসার । বিপ্লবী । থেনম ৪, । বিপ্লবী ! অফিসার। দুর্দান্ত বিপ্লবী। তবে মাথার দাম দশ হাজার টাকা । byf I A chimaman may offer his head for ter. thousand Rupees. 13ut no one ueeds it. জামাল । লাঙালা এখানে আরো একজন আছেন । অফিসাব । কোথায় ? জামাল। ওই ! রাইমোহন ভট চাধ । অফিসাব । অারে না, না । সে রাইমোহন বাধারমণ নধ । থেনমঙ । বাইমোহন আমবি জামাই। অফিসাব । আমরা র্যাকে খুঁজছি তিনি কাকব জামাই নন। থেনমঙ, ধাকে খুঁজছেন তাব নামটা শুনতে পাই না। অফিসার । সব্যসাচী । থেনম5, । স-ব্য সা-চী । অফিসার । শোনা গেছে তিনি পাগড় ডিঙ্গিয়ে এদেশে এসেছেন । কোথায় আছেন, কী ভাবে আছেন, তা জানা নেই বলে, আমাদেব ওপব হুকুম তযেচে সব বাঙালীকে পরখ কবে দেখতে। ওই নামেব কাউকে যদি দেখতে পান, কি কাউকে ওই লোক বলে সন্দেহ করেন, তাহলে থানায় খবর দেবেন, দশ হাজার টাকা পুরস্কার পাবেন।