পাতা:পথের দাবী নাটক.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

षष्ठं शि পথের দাবী @@ 'শশি। তারা, তারা, নবতারা । হতাশায় আজই ভেঙ্গে পোড়ে। না । সব্যসাচী এসেছেন। তিনি সবই ঠিক করে দেবেন। নবতার মুখ তুলিযা কহিল নবতারা। সব্যসাচী ? শশি । হ্যা, সব্যসাচী । 7তারা। সব্যসাচী নারীব ব্যথা বোঝেন না ; বুঝলে সুমিত্ৰাদিকে অন্ত দুঃখ দিতেন না। শশি । সব্যসাচী দেবতা । নবতারা। হ্যা, পাথরেব দেবতা ! स्वर्छ भृशु সুমিত্রাব কক্ষ ডাক্তার। দুটো দিন এক যায়গায় স্থিব চয়ে বসবার আমার উপায় নেই, একথা তুমি না বুঝলে কে বুঝবে সুমিত্র ? সময়ের যে এত দাম আগে তা বুঝিনি। সুমিত্র। সবাই পাবে তোমাব অথও মনোযোগ, শুধু আমিই তোমার কাজের ভার নিয়ে তোমার স্মৃতির বাইবে পড়ে থাকব, এই কি তুমি চাও? ডাক্তার। সুমিত্ৰা ! সুমিত্র। ডাকছিলে ? ডাক্তার। হ্যা । উঠিয়া দাড়াইল