পাতা:পথের দাবী নাটক.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃপ্ত পথের দাবী به ات তলোয়ারকর। আপনাকে বিয়ে কবতে চায় না কি ? হাঃ হাঃ হাঃ– অপূৰ্ব্ব । না, ন, বাপ আর মেয়ে দুই—ই— তলোয়ারকর । মাতাল ? অপূৰ্ব্ব । না, না, বজ্জাত । তলোয়ারকব । তার আর করচেন কি ! সংসাবে বহু বজ্জীত বাসা বেঁধে রযেচে । অপূৰ্ব্ব । কিন্তু ওরা যে আমাদেব ওপর বড় উপদ্রব করচে ! ওপব থেকে জল ঢেলে আমাদের খাবার দাবার নষ্ট করেছে। বিছানা-পত্র সব ভাসিয়ে দিয়েচে । তেওয়ারী বলতে গিছলো চাবুক নিয়ে তাড়া করেচে । তলোয়ারকর । আপনি কি করলেন ? অপূর্ণ। আমি তার অন্যায়টা বুঝিযে দেবার জন্যে ডাকাডাকি করলুম, কিন্তু এখনো সে এলো না । তলোয়ারকর । আপনিও চেপে গেলেন ? অপূৰ্ব্ব । কি করি বলুন। তলোয়াবকব। ভালো কাজ করেননি। আমি হলে ব্যাপারটা অন্য রকম দাড়াত, ক্ষম প্রার্থনা না করিয়ে ছাড়তাম না । অপূৰ্ব্ব । সে ক্ষমা ন চাইলে কি করতেন ? তলোয়ারকর । ঘরে গিয়ে ঘাড় ধবে নাকে থৎ দেওয়াতুম। অপূর্ব। তাহলে ত সেই ক্রিমিন্যাল assaultই হোত। তলোয়ারকর । হোত হোত । অপূর্ণ। আমি বলি, নিত্য নানা গণ্ডগোল হবার সম্ভাবনা যেখানে, সেখানে না থাকাই ভাল।