পাতা:বীরজয় উপাখ্যান.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(৩)

চতুর্দিকে ব্যাপ্ত হয় নানা পুষ্পগন্ধ॥
শরতের চন্দ্র যেন খসিয়া পড়িছে।
ঋতুকুল পতি যেন সতত ভ্রমিছে॥
গুণ গুণ শব্দে তথা ভ্রমর ভ্রমরী।
নানাহর্ষে নৃত্যকরে মধুপান করি॥
পক্ষির নিনাদে বন উজ্জ্বল হইল।
রাজপুত্র স্তব্ধ হয়ে ক্ষণেক রহিল॥
চিন্তিত হইয়া মনে প্রবেশে সেবন।
কোথায় যাইব একা নাহি কোন জন॥
অরণ্যের প্রান্ত হতে করি দরশন।
একজন ঋষিপুত্র সুবেশ ধারণ॥
কঠিন তপস্বা করে বনের ভিতরে।
রাজসুত প্রীত অতি হইল অন্তরে॥

 পরে ঋষিপুত্রের তপভঙ্গ হইলে রাজতনয় যোড়করে তাঁহার সম্মুখে দণ্ডায়মান হইলেন। ঋষিসুত অকস্মাৎ নিবিড় অরণ্যের মধ্যে পরম সুন্দর রাজপুত্র দেখিয়া অত্যন্ত বিস্ময় হইল। রাজপুত্র বলিলেন মহাশয়! আপনাকে ঋষিসুত প্রায় বোধ হইতেছে; ঋষিপুত্র আপন পরিচয় প্রদান করত