পাতা:বীরজয় উপাখ্যান.pdf/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(২৬)

বামে সুনয়না, রাজার নলনা, রতির তুলনা,
ৰূপ মনোরম॥
যত সখীগণ, সুবেশ ধারণ, করয়ে ব্যঞ্জন,
পার্শ্বেতে দোঁহার।
যেন জ্ঞানহয়, মারুতমলয়, বহে সুধাময়
মধ্যে সে সভার॥
দেখে বর অঙ্গ,কেহ করে ব্যঙ্গ, গুবরে পতঙ্গ
কেন পদ্মবনে।
তখন নাগর, দিলেন উত্তর, ফিরিছে ভ্রমর
মধু অন্বেষণে॥
কুলনারী যত, ঠাট্টা অভিমত, করে কতশত,
একত্রে মিলিয়া।
কেহ গান করে, সুমধুরস্বরে, কেহ নৃত্য করে,
রসিকে বেড়িয়া॥
নিশাপতি অস্ত, দেখে হৈল ব্যস্ত, যুবতী সমস্ত,
যেতে স্বস্বালয়ে।
কুমদী মুদিল, ভ্রমর যুটিল, কমলে মিলিল,
সুখের আশয়ে॥
অতি সুকৌশলে, যুবতী সকলে, রসিকেরে বলে,
দাওহে বিদায়।