পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । প্রথম সংযোগস্থল–গুহান্তর । সাংসারিক কৰ্ম্মে অভিনিবিষ্ট সুমতি । সুমতি । (স্বগত ) হু, আদেষ্টের ফের দেখ । কোথায়.এত দিনের পর বিদেশ থেকে এলেন, ভাল ব্যঞ্জনপাতি রাস্থবো, খায়াবো, দণয়ণবো, দুটো সুখ দুঃখের কথা বলবো, আহলাদ আমোদ করবো ; তা না হয়ে কোথায় গিয়ে চোরের মত লুকিয়ে রৈলেন । ( দীর্ঘ নিশ্বাস ) বলে মন্দ নয়, এই যে পোড়া মেয়ে জাত, এদের পেটে কথা থাকা ভার, উনি ঘরে এসেছেন আর তো ভয় নাই, আসতে অণস্তেই আমি সে কথাটা না বল্লেই কি নয় ! দেখ দেখি, বল্যে এখন আবার ভেবে মচিচ । আহা ! এত দিন বিদেশে ছিলেন, কতো ক্লেশ পেয়েছেন, ছুদিন সুস্থির হউন, তার পর বল্পিই তো ভাল হতো । তা অার এখন ভাবলেই বা কি হবে ? যা হবার হয়ে গেছে । এখন অলবার আর একটা ভাচি ।