পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

 ২ যেমন কৰ্ম্ম তেমনি ফল । সুমতি । হা আমার অদৃষ্ট ! আমি আবার মানুষ, আমার আবার সুখ দুঃখ, “ পেয়াদার আবার শ্বশুর বাড়ী " । - সুধীর । বলি এতো ঠাটাই হচ্চে কেন ? কাৰু স্বামী কি কখন বিদেশে যায় না ? সুমতি । তা যাবেন কেন ? কত শত । এই যে তুমিই আমার গিছিলে । সুধীর । তা গিছিলেম বলেই কি এত ভিন্নভাৰ হয়ে পড়েছে যে আমার কাছে দুটো সুখ দুঃখের কথাও বলতে নাই । সুমতি । দুঃখ আবার কি ভাই ! তুমি অর্ণমাকে যে পরম সুখে রেখে গিছিলে । আমি পরম সুখেই ছিলেম । - সুধীর । হাভাই বুঝেছি, তা বলতে পার । আমার টাকা কড়ি পাঠাতে বিলম্ব হয়েছিল বটে ; কিন্তু তাতে আমি যে কি পৰ্য্যন্তু উদ্বিগ্ন হয়ে ছিলেম তা আর তোমাকে কি বলবো ? বলি প্রিয়ার না জানি কতই ক্লেশ হচেচ ! সুমতি । তাতেই কি ভাই অধিক ক্লেশ ? সমুদ্রে শষ্যা পাভলে কি শিশিরে ক্লেশ বোধ হয় ? যখন তোমার বিচ্ছেদের ক্লেশ সহ্য