পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেমন কৰ্ম্ম তেমনি ফল । * : (t র্তার এতো গুণ, ঐ নিমিত্তেই মাছ দেওয়া, মিঠাই দেওয়া, হয়েছিল, তখন আমি এত বুৰ্ব্বভে পারি নি । তা মভের মা, আর কাদলে কি হবে ? তুই আর তার কাছে যাস নে ; অামাদের যা আদেষ্টে আছে তাই হবে। যদি বিধাতা কখন দিন দেন তবে এর কথা ! সুধীর । উঃ! এতদূর পর্য্যন্ত হয়েছিল ? সুমতি । শোনো না বলি, বিপদের কথা । মিসে মতের মার কাছে তার কোন উত্তর না পেয়ে বোধ হয় বুঝতে পারলে, যে আপনার মনস্কামনা পূর্ণ হলো না ; বুঝে রাগ ভরে অপর জিজ্ঞাসা নাই, বাদ নাই, মরে গেলেও উকি মেরে দেখা নাই ; নাই নাই, ভার একটা দুঃখ কি ? আমি ষো সো করে সংসার চালাচ্ছিলেম ; অণজ্ব দিন চার পাচ হলো— এই সোমবার দিন, আমি সোমবার করেছি, মতের মা বাজারে গেছে, দণ্ড দুচার বেলা আছে, আমি রকে বাতাসে সবে চুলের দড়ি ভাঙচি, ভাই, মনে করলে এখনে। গাট সিউরে ওঠে ! মিসে হঠাৎ বাড়ীর ভিতর এসে বল্লে, * বোঁ, তুমি আমার সঙ্গে কথা কও না অথচ