পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 а যেমন কৰ্ম্ম তেমনি কল । সুধীর । ( বস্তার প্রতি দৃষ্টি করিয়া ) হুঁ, এটা আবার কি ? ( পদাঘাতের দ্বারা পরীক্ষা ) । মতে । ও একটা চেলের বস্তা । সুধীর । চেলের বস্ত ? চেলের বস্তার কি মাথা থাকে ? এই যে ফেল ফেল কর্যে চাচ্যে । প্রদীপটে এ দিগে নিয়ায় তো । ( প্রদীপ দ্বারা দেখিয়া সবিস্ময় প্রায় ) একি ! মুসোব মোশায় নাকি ? আঁ, আপনি আবার কোথা থেকে ? মতে । তবে বুঝি কাছারীর ফেরত। ঐ ষে কাছারীর পোশাক পরা আছে । , সুধীর । তাইতো, এই ষে জামাজোড়া আঁটা একেবারে । ( মাছের চুপড়িটে হস্তে করিয়া ) মুসোব মোশাই, এটা কি কুটির পাগড়ি না কি? ছি মুসোব মোশাই, আপনি হাকিম, আপনার কি এ কৰ্ম্ম উচিত ? আপনি দেশহিতৈষী, মান্য, এমন বিদ্বাৰু, এমন গুণবান— সুমতি । (সহস্যবদনে ) ঠিক বলেছে । তা মুসোব মোশাই যেমন গুণবান আমিও তেমনি গুণে ও কে বদ্ধ করে রেখেছি । সুধীর । ( সহাস্য বদনে ) তাইতো, আহা হা । ত পা বাধা, যেন কুপে গড়াচ্যে । মুসোব