পাতা:যেমন কর্ম্ম তেমনি ফল.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b* যেমন কৰ্ম্ম তেমনি ফল । ভোলা । অামি—তাইতো—কেন যে এলেম আমি ভুলে গিছি । সুধীর । এই দেখ সুমতি, ভোলাদাদা পথ ভুলে এখানে এসে পড়েছেন । ( ভোলার প্রতি ) ত ভাই যে কৰ্ম্মে পদার্পণ করেছ, সবই ভুল হবে এখন । সুমতি । এ ওঁর ভুল নয়, এ যমেরই ভুল । সুধীর । তাইতো । হা হে দাদা, তোমার ভাদ্রবে। যা বল্‌চে তাই সত্যি না কি ! fছ দাদা, তুমি এমন ধাৰ্ম্মিক, এমন জ্ঞানী ; আমি জান্তেম তুমি সাক্ষাৎ বৃহস্পতি । সুমতি । তা বৃহস্পতি বৈ আর কি ? বুহস্পতির মতো কৰ্ম্মও তো করেছেন । সুধীর । বৃহস্পতির মতো কি কৰ্ম্ম করলেন ? সুমতি । কেন, সেই কুলসর্বস্ব নাটকে মাধবীর কথাটা ভুলে গেছ না কি ? সৰ্ব্বদেৰ পুরোহিত, হিতাহিত সুবিদিত, বৃহস্পতি সদা ধৰ্ম্মে রত। ভেয়ের রমণী পেয়ে, ধৰ্ম্মে জলাঞ্জলি দিয়ে, তার ধৰ্ম্ম নাশিতে উদ্যত গ9